সাঈদী রাজাকার কি রাজাকার না এইটা জানার জন্যে
ভুঁইফোড় সদ্যোজাত সংবাদ মাধ্যম বাংলানিউজ৪২০ ডট কম লাগে না। এইটা
ট্রাইব্যুনাল এবং ইতিহাস দ্বারাই নির্ধারিত একটা বিষয়।
এরপরেও এই বাংলানিউজ৪২০ ডট কম রাজাকার সাঈদীর রায় দেয়ার পর রাজাকার বচন নামে যে বিশেষ প্রতিবেদন করে সেখানে এই প্রথম ছবিতে থাকা গোল চিহ্নিত রাজাকারকে সাঈদী হিসেবে চিহ্নিত করে।
এইখানে আমার মনে স্পষ্ট প্রশ্ন আছে বাংলানিউজের উদ্দেশ্য নিয়ে। কারণ যেই রাজাকারের কথা বলা হয়েছে সাঈদী হিসেবে সেই রাজাকারসহ আরও পাঁচ রাজাকারকে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের জনসভায় প্রকাশ্যে প্রাণদন্ড দেয়া হয়। দন্ড কার্যকর করেন খোদ বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বিশ্বাস না হলে দেখতে পারেন দ্বিতীয় ছবি যেটি আফতাব আহমেদের স্বাধীনতা সংগ্রামে বাঙালী বইয়ের ১২৬ পৃষ্ঠা থেকে নেয়া। দ্বিতীয় ছবির সাদা শার্ট আর জ্যাকেট পড়া রাজাকারটাই এই গোল চহ্নিত রাজাকারটা।
এই ঘটনার পর ওরিয়ানা ফ্যালাচি ঢাকায় এসে শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নেয়ার সময় এই বিষয়টি সামনে আসলে বেশ অপ্রীতিকর অবস্থারও সৃষ্টি হয়। এই বিষয়টা ফ্যালাচির বই Interview with History-তেও আছে।
তাই বাংলানিউজ৪২০ একটা মরা রাজাকারকে সাঈদী দেখিয়ে ঠিক কাদের সাহায্য করছে তা আমি আসলেই সন্দিহান। আমি মোটামোটি নিশ্চিত আগামীতে কোন একদিন জামাত ক্ষমতার কাছাকাছি আসতে পারলে এই প্রতিবেদন আর ছবি দেখিয়ে প্রমাণ করবে যেই সাইদীর বিচার করা হয়েছে তাকে ১৮ ডিসেম্বরই হত্যা করা হয়েছিলো যেই দাবী তারা ট্রাইব্যুনালে একাধিকবার করেছে।
তাই অবিলম্বে বাংলানিউজ৪২০ এই মিথ্যা ছবিটা তাদের সাইট থেকে প্রত্যাহার করুক এবং ক্ষমা প্রার্থনা করুক। এবং সাথে সাথে তাদের এই হলুদ সাংবাদিকতা বন্ধ করুক।
এরপরেও এই বাংলানিউজ৪২০ ডট কম রাজাকার সাঈদীর রায় দেয়ার পর রাজাকার বচন নামে যে বিশেষ প্রতিবেদন করে সেখানে এই প্রথম ছবিতে থাকা গোল চিহ্নিত রাজাকারকে সাঈদী হিসেবে চিহ্নিত করে।
এইখানে আমার মনে স্পষ্ট প্রশ্ন আছে বাংলানিউজের উদ্দেশ্য নিয়ে। কারণ যেই রাজাকারের কথা বলা হয়েছে সাঈদী হিসেবে সেই রাজাকারসহ আরও পাঁচ রাজাকারকে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের জনসভায় প্রকাশ্যে প্রাণদন্ড দেয়া হয়। দন্ড কার্যকর করেন খোদ বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বিশ্বাস না হলে দেখতে পারেন দ্বিতীয় ছবি যেটি আফতাব আহমেদের স্বাধীনতা সংগ্রামে বাঙালী বইয়ের ১২৬ পৃষ্ঠা থেকে নেয়া। দ্বিতীয় ছবির সাদা শার্ট আর জ্যাকেট পড়া রাজাকারটাই এই গোল চহ্নিত রাজাকারটা।
এই ঘটনার পর ওরিয়ানা ফ্যালাচি ঢাকায় এসে শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নেয়ার সময় এই বিষয়টি সামনে আসলে বেশ অপ্রীতিকর অবস্থারও সৃষ্টি হয়। এই বিষয়টা ফ্যালাচির বই Interview with History-তেও আছে।
তাই বাংলানিউজ৪২০ একটা মরা রাজাকারকে সাঈদী দেখিয়ে ঠিক কাদের সাহায্য করছে তা আমি আসলেই সন্দিহান। আমি মোটামোটি নিশ্চিত আগামীতে কোন একদিন জামাত ক্ষমতার কাছাকাছি আসতে পারলে এই প্রতিবেদন আর ছবি দেখিয়ে প্রমাণ করবে যেই সাইদীর বিচার করা হয়েছে তাকে ১৮ ডিসেম্বরই হত্যা করা হয়েছিলো যেই দাবী তারা ট্রাইব্যুনালে একাধিকবার করেছে।
তাই অবিলম্বে বাংলানিউজ৪২০ এই মিথ্যা ছবিটা তাদের সাইট থেকে প্রত্যাহার করুক এবং ক্ষমা প্রার্থনা করুক। এবং সাথে সাথে তাদের এই হলুদ সাংবাদিকতা বন্ধ করুক।


No comments:
Post a Comment