Wednesday, 10 July 2013

বেকুব মিডিয়া, বেকুব জনতা

বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হইছে। 

কেন বাতিল হইছে?

যুক্তরাষ্ট্রের মতে, আমাদের শ্রমিকদের জীবনের নিরাপত্তা নাই এবং এর উন্নয়নে কোন উল্লেখযোগ্য পদক্ষেপও নেয়া হয় নাই। 
জিএসপি বাতিলের পর যুক্তরাষ্ট্রের সিনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেন্দেজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন,
   
Bangladesh is an important trading partner, but we cannot and will not look the other way while workers are subjected to unsafe conditions and environments endangering their wellbeing, especially after the Rana Plaza and Tazreen Fashion Factory tragedies resulting in over 1200 deaths.... No one will want to wear clothing that is ‘Made in Bangladesh’ if it is made on the blood of workers.


যে কারণ বলা হইছে এইটার যৌক্তিকতা নিয়ে কোন প্রশ্ন নাই। তবে আরও কারণ থাকতে পারে। এগুলোকে অনেকদিক থেকে দেখা যায়। 


ডঃ ইউনুস বিষয়ক ত্যানা পেচানি ডেমোক্র্যাটরা অনেকেই পছন্দ করেন নাই। যুক্তরাষ্ট্রের মানুষ আগে একজন বাংলাদেশীর নাম জানতো, এখন দুইজন বাংলাদেশীর নাম জানে- আমিনুল ইসলাম সে আরেকজন। আমিনুল ইসলামের খুনিদের ব্যাপারেও কোন পদক্ষেপ নেয়া হয় নাই। 


গতকালও The New York Times- তাজরীনের মালিকের উন্মুক্ত বিচরণের কথা নিয়ে লেখা হইছিলো। 

(এই পত্রিকার লেখার গুরুত্ব দেয়ার কারণ আছে। এইটা ডেমোক্র্যাটরা খুব মনযোগ দিয়ে পড়ে। নির্বাচনের আগে বেকারত্বের হার কমতেছে এমন রিপোর্ট দিয়ে ওবামার বিরাট জয়ে এই পত্রিকা সাহায্য করে। ওবামার ২য় বিতর্কের আগেরদিন এই রিপোর্ট করা হয়।) 


এছাড়া গতমাসে যোগ হয় সারা দুনিয়ার তৈরি পোশাক খাতের ইতিহাসের সবচেয়ে বড় দূর্যোগ রানা প্লাজা ধস। এই রানা 
প্লাজাতে ফাঁটল ধরার পরেও আওয়ামী যুবলীগের সাভার এলাকার নেতা সোহেল রানা লাঠি দিয়ে পিটিয়ে সেইদিন শ্রমিকদেরকে তার সেই ভবনে উঠতে বাধ্য করে। পরে ভবন ধসে মারা যায় ১১২৯ শ্রমিক, আহত হয় আরও কয়েকশ' শ্রমিক। 
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মজীনা স্পষ্টভাবে জানিয়ে দেন এই ভবন ধস আগামীতে জিএসপি সুবিধা বিবেচনায় প্রভাব ফেলবেই।


এগুলা সবকিছুরই একটা প্রভাব ছিল জিএসপি বাতিলের ক্ষেত্রে। সুতরাং জিএসপি ফেরত পাইতে হইলে আমাদের এই বিষয়গুলা মাথায় রেখেই আগাতে হবে। যেকোন দেশ হয়তো তাই করতো। 


কিন্তু আমরা কি করতেছি? খালেদা জিয়ার চিঠি কে লিখছে, কে পাঠাইছে আর রেশমা কিভাবে উদ্ধার হইছে এই নিয়ে গবেষনা করতেছি। আমাদের মিডিয়াগুলা এর জন্যে একদম একশ ভাগ দায়ী। সংবাদ, news scroll, টক-শো- সব জায়গায় এই দুইটা খবর। কি বেকুব মিডিয়া আমাদের। আর কত বড় বেকুব আমরা। 


গায়ের কাপড় আছে কিনা সেই হুঁশ নাই, এদিকে টুপিটা ঠিক আছে কিনা check করতেছি। 

No comments:

Post a Comment