Friday, 12 August 2011

নিরপেক্ষতা ভাবনা

খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করার পর এসম্পর্কে অনেক লেখালেখি হয় এবং তা দীর্ঘদিন যাবত চলে। আমার এক বন্ধু এমনই একটি লেখা আমার সামনে তুলে ধরে এবং সেটিকে নিরপেক্ষ হিসেবে বিবেচনা করে আমাকে পড়তে বলে। আমি দীর্ঘক্ষণ যাবত পড়েও লেখাটার নিরপেক্ষতা সম্পর্কে নিশ্চিত না হয়ে বন্ধুটিকে কিছু প্রশ্ন করলে ও ক্ষেপে গিয়ে গালাগালি শুরু করে। নিরপেক্ষতা নিয়ে আমাদের ভুল ধারণার ব্যাপারে আমি নিশ্চিত হই যখন আরো অনেককেই ওর মতো ভুল ধারণা পোষণ করতে দেখি।



দ্বিদলীয় রাজনীতির বাংলাদেশে আমাদের একটি সাধারণ ধারণা হলো যে বিষয়টিতে প্রধান দুই দলের সমতা বিধান করা হয় তাই নিরপেক্ষ। যেমন প্রথমআলো একটি নিরপেক্ষ পত্রিকা, কারণ এতে উভয় দলেরই সমালোচনা করা হয়। এবং এই সমালোচনার মাত্রাটাও সমান। আমরা যখন কোন লেখা পড়ি, কারো বক্তব্য শুনি আমাদের মাথার মধ্যে প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে কাজ করা শুরু করে যেখানে আমরা হিসাব করতে থাকি ঐ লেখায় বা বক্তব্যে কয়টা শব্দ আওয়ামীলীগের বিরুদ্ধে এবং কয়টা শব্দ বিএনপি’র বিরুদ্ধে। যদি কোন কারণে এতে আওয়ামীলীগ বিরোধী শব্দ বিএনপি’র চেয়ে একটা বেশীও থাকে আমরা লেখক বা বক্তব্যদানকারীকে বিএনপিপন্থী সিল মেরে দেই। আর এর উলটো ঘটনা ঘটলে বলি লোকটি আওয়ামীলীগের পাঁড় সমর্থক না হয়ে যায় না। লেখার শুরুতে আমার বন্ধুও ঠিক এই ভুলটি করেছিল, আর তাই এমন বিরম্বনা সৃষ্টি হয়।



তবে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার যে রূপটি আমরা দেখি তা আমদের এই ধারণা হতে একেবারেই ভিন্ন। নিরপেক্ষতা বলতে আন্তর্জাতিক পরিমন্ডলে তথ্যনির্ভর, বস্তনিষ্ঠ এবং স্বাভাবিক সংবাদকে বুঝায়। তাই ডেমোক্র্যাটপন্থী ওয়াশিংটন পোস্ট যখন ওয়াটারগেট কেলেঙ্কারী নিয়ে বিশদ প্রতিবেদন পেশ করে তখন এর নিরপেক্ষতা নিয়ে বিশেষ সমালোচনা হয় না, সমালোচনা হলেও তা ধোঁপে টেকে না। রিপাবলিকানপন্থী নিউইয়র্ক টাইমস যখন ওবামার স্বাস্থ্যনীতি নিয়ে সমালোচনা করে তখনও এর নিরপেক্ষতা নিয়ে আলোচনার প্রশ্ন আসে না। কারণ তারা যেই সংবাদটি পরিবেশন করে তা অনেক বেশী তথ্যনির্ভর এবং বস্তুনিষ্ঠ।



অন্যদিকে বাংলাদেশে অনেক তীক্ষ্ণ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেও যুগান্তর বা আমারদেশ দায়সারা সংবাদ পরিবেশনকারী ইত্তেফাক এবং কালেরকন্ঠের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারে না। কারণ সংবাদ পরিবেশনে আমারদেশ বা যুগান্তর বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে সমতা করতে ব্যর্থ হয়েছে। যারা পত্রিকা সম্পর্কে খোঁজ-খবর রাখেন তারা লক্ষ্য করে থাকবেন আমারদেশ, যুগান্তর, নয়াদিগন্ত বা সমকালের অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের দুই-তিনদিন পর তা প্রথমআলোর শিরোনাম হয়। সাম্প্রতিককালে ভিকারুন্নিসা নুনের বিষয়টি নিয়ে আমারদেশ এবং সমকালের অনেকপরে এই সঙ্ক্রান্ত খবর প্রকাশিত হয় প্রথমআলোতে। পরিমলের ছবি ছাপানোর ক্ষেত্রেও প্রথমআলোর গরিমসি ছিল লক্ষ্যনীয়।



সাম্প্রতিককালে ডেমোক্র্যাটপন্থী কার্ল বার্নস্টেইন কর্তৃক প্রকাশিত রুপার্ট মারডককে নিয়ে লেখা এক প্রতিবেদনে (মারডক রিপাবলিকানপন্থী ফক্স নিউজের মালিক) মারডকের প্রতি অনেক অস্বাভবিক আক্রমণও যুক্তিযুক্ত মনে হয়েছে শুধুমাত্র প্রতিবেদনটি তথ্যভিত্তিক হওয়ায়।



তাই আমার ঐ সকল বন্ধু, যারা নিরপেক্ষ বলতে বিএনপিকে দুটো বললে আওয়ামীলীগকে দুটো বলা বোঝেন তাদের প্রতি আহবান তারা যেন তথ্য আর বাস্তবতার নিরিখে যেকোন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে এবং এমন অনাকানক্ষিত বিতর্কে না জড়ায়।

No comments:

Post a Comment